কাঁথিতে অভিষেকের(Abhishek Banerjee) সভার দিনই ডায়মণ্ড হারবারে সভা করবেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। রাত পেরোলেই শুভেন্দু-গড়ে 'মেগা র্যালি' করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক(TMC Mega Rally)। সেদিনই আবার অভিষেকের 'খাসতালুক' বলে পরিচিত ডায়মণ্ড হারবারের লাইট হাউস মাঠে সভার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা। উল্লেখ্য, বৃহস্পতিবার অভিষেকের সভা আটকাতে চেয়ে হাইকোর্টে গিয়েও ব্যর্থ হন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।
আদালত শব্দবিধি মেনে সভার অনুমতি দিয়েছে শুভেন্দুকে। বিচারপতি রাজাশেখর মান্থা(Rajasekhar Mantha) জানান, কোনভাবেই সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। উল্লেখ্য, এই সভার অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতৃত্ব। সেই মামলাতেই নির্দেশ শুভেন্দুর পক্ষে যায়। ফলে ডায়মণ্ড হারবারে সভা(BJP Rally in Diamaond Harbour) করতে আর কোনও জটিলতা থাকল না।
আরও পড়ুন- Dilip Ghosh on Bomb Recovered: 'বোমা এখন রাজ্যের একমাত্র শিল্প', তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ দিলীপের
একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি(BJPO vs TMC)। রাজ্য রাজনীতির যুযুধান দুই পক্ষের বাকযুদ্ধে রীতিমতো তপ্ত হতে চলেছে শনিবারের বারবেলা।