রাজ্যে ভোট-পরবর্তী হিংসা মামলায় রক্ষাকবচ পেলেন অনুব্রত মণ্ডল(Anubrta Mondal)। তদন্তে সহযোগিতার শর্তে জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।
হাইকোর্টে(Calcutta High Court) সিবিআইয়ের(CBI) আইনজীবী জানান, 'অনুব্রত শারীরিক সমস্যার কথা পুরোটা ঠিক নয়। অনুব্রত বিভিন্ন কথা বলে হাজিরা এড়াতে চাইছেন।' কিন্তু সেকথা উড়িয়ে দিয়ে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)জানিয়েছে , 'আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে(Anubrata Mondal) গ্রেফতার করা যাবে না। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণেও বিরত থাকবে সিবিআই(CBI)।'
আরও পড়ুন- Anubrata Mandal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্ত জারি রাখার নির্দেশ হাই কোর্টের
বিধানসভা ভোটের ফল বেরোনোর দিন বীরভূমের(Birbhum) ইলামবাজারের(Ilambazar) গোপালনগরে খুন হন বিজেপি(BJP) কর্মী গৌরব সরকার। পরিবারের দাবি, তৃণমূল(TMC) আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে খুন করে। এরপর ইলামবাজার থানায়(Ilambazar Police Station) ২৪ জনের নামে দায়ের করা হয় এফআইআর(FIR)। সেই মামলাতেই অনুব্রতকে তলব করে সিবিআই(CBI)।