পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)যে রিপোর্টে জমা করেছে তাতে অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানি চলাকালীন এবিষয়ে মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা।
শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি মুখবন্ধ খামে পুরসভা নিয়োগ সংক্রান্ত মামলার একটি তদন্ত রিপোর্ট জমা করে ED। কিন্তু ওই রিপোর্টে সন্তুষ্ট হয়নি আদালত।
এপ্রসঙ্গে ইডির আইনজীবীর যুক্তি, পুরসভা দুর্নীতির মূল মামলার তদন্ত করছে সি বি আই। যদিও সি বি আই-এর আইনজীবী জানিয়েছেন, তদন্তের রিপোর্ট প্রস্তুত। তবে আদালতে পেশ করতে কয়েকদিন সময় লাগবে।
এদিকে পুরসভা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য। তবে বৃহস্পতিবার সেই লিভ পিটিশন প্রত্যাহার করে নেওয়া হয়। শুক্রবার শুনানি চলাকালীন এনিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা।