এবার মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের রাজ্য, দেশ, বিদেশে যা সম্পত্তি রয়েছে সমস্ত বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তকারী সংস্থাকে একপ্রকার স্পষ্ট করেই দ্রুত কাজ সারার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত, এর আগে দুটি মামলায় মানিক ভট্টাচার্যকে মোট ৭ লক্ষ টাকার জরিমানা করেছিল আদালত। কিন্তু সেই জরিমানার টাকা দেননি মানিক, এমনকি আদালতেও কিছু জানাননি৷ ফলস্বরূপ, তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।