পৌরুষের আস্ফালনের জন্য চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে শিক্ষিকাকে। অবিলম্বে তাঁকে নিয়োগপত্র দিতে হবে। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের মামলায় এমনই নির্দেশ দিল আদালত।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষিকাকে নিয়োগপত্র দিতে বলেছে আদালত। সোমবার রায়গঞ্জ করোনেশন স্কুলকে এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ওই স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষিকা পদে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ করতে হবে সংযুক্তা রায়কে। এই মামলায় এত দিন তাঁকে চাকরিতে যোগ না দিতে দেওয়ার কারণে করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক এবং তৎকালীন টিচার ইনচার্জের ভূমিকার কড়া সমালোচনা করে হাই কোর্ট। বলা হয়, নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
২০২০ সালের ২২ জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) করোনেশন স্কুলে ইংরেজি বিষয়ে সংযুক্তার নাম সুপারিশ করে। কিন্তু বাধ সাধেন স্কুল কর্তৃপক্ষ। ওই শিক্ষিকা আদালতকে জানান, তাঁর পদটি শূন্য রয়েছে। আগে যে শিক্ষক কর্মরত ছিলেন তিনি এক জন জেল ফেরত আসামী। নিজের স্ত্রীকে খুন করেন।
আরও পড়ুন: Presidency University: বিক্ষোভে উত্তাল প্রেসিডেন্সি, হস্টেলের গেট ভেঙে ঢুকলেন ছাত্রীরা
এরপরেই আদালত নির্দেশ দিল, অবিলম্বে সংযুক্তাকে স্কুলে নিয়োগপত্র দিতে হবে।