আদালতে অস্বস্তি বাড়ল তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। তাঁর বিরুদ্ধে তদন্ত জারি রাখতে সিবিআইকে (CBI) নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।
বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। বিচারপতি জানান, অনুব্রত মণ্ডল প্রধান অভিযুক্ত নন। তাঁর নাম এফআইআরে নেই। তবে তাঁকে বোলপুর বা দুর্গাপুরে ডেকে জিজ্ঞাসা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:
বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে খুনের মামলায় শুক্রবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। গত ২ মে, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন মারা যান ওই বিজেপি কর্মী। কিন্তু অনুব্রত জানান, তিনি অসুস্থ। তাই এখন সিবিআই দফতরে হাজির হতে পারবেন না। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে বুধবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত।