হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ সত্ত্বেও রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের বকেয়া ডিএ (DA) না মেটানোয় কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিদ্যুৎ পর্ষদের তিন কর্তার বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আইনজ্ঞদের মতে, আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে, মহার্ঘভাতা কর্মচারীদের অধিকার। এই টাকা তাঁদের প্রাপ্য।
আদালতের নির্দেশ মতো রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের ডিএ না দেওয়ায় বিদ্যুৎ পর্ষদের সিএমডি এবং দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ জুলাই পর্যন্ত বেতন বন্ধ থাকবে বলে জানিয়েছে আদালত। এর মধ্যে নির্দেশ মতো টাকা দেওয়া হলে বেতন বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হবে।
আরও পড়ুন- Calcutta HC on SSC Scam: এসএসসি মামলা থেকে আপাতত সরলেন বিচারপতি মান্থা, পরবর্তী শুনানি সেপ্টেম্বরে
২০১৯ এবং ২০২০ সালের বকেয়া মহার্ঘভাতার পাঁচ ভাগের এক ভাগ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু তা না দিয়ে শুধু ২০১৯ সালের বকেয়ার পাঁচ ভাগের এক ভাগ টাকা দেওয়া হয়েছে। ২০২০ সালের নতুন রোপা রুল অনুযায়ী বকেয়া ডিএ হিসাব করে তার এক পঞ্চমাংশ দেওয়া হল না কোন সেই প্রশ্ন তুলেছে আদালত।