১০ বছর পর কামদুনি ধর্ষণ মামলার রায় ঘোষণা হল। শুক্রবার বারাসতের কামদুনি গণধর্ষণ মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্ত-র ডিভিশন বেঞ্চ। ফাঁসির সাজাপ্রাপ্ত সইফুল আলি এবং আনসার আলির সাজা বদলে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। আরেক অভিযুক্ত তথা ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলি বেকসুর খালাস পেয়েছেন। অন্য দিকে, নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছিলেন ইমানুল ইসলাম, আমিনুল ইসলাম এবং ভোলানাথ নস্কর। তারা ইতিমধ্যেই ১০ বছর জেল খাটার ফলে খালাস পেয়েছেন হাই কোর্ট থেকে।
উল্লেখ্য, এর আগে ওই মামলায় ২০১৬ সালে কলকাতা নগর দায়রা আদালতের রায় শোনার পরই নিহত ছাত্রীর মা ও ভাই জানিয়েছিলেন, তাঁরা চান অভিযুক্তদের সকলের ফাঁসি হোক।
২০১৩ সালের ৭ জুন কলেজ থেকে ফেরার পথে এক ছাত্রীকে উত্তর ২৪ পরগনার কামদুনিতে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো তার ঢেউ পৌঁছয় দেশের অন্যান্য প্রান্তেও। দোষীদের চরম সাজার দাবিতে শুরু হয় আন্দোলন।