কয়লাকাণ্ডে হাইকোর্টে (Calcutta High Court) রেহাই পেলেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বিজেপি নেতার বিরুদ্ধে কয়লা মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের। এমনকি, তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে রাজ্যকে হলফনামা জমার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।
উল্লেখ্য, তিনবছর আগে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে দায়ের হয় মামলা। পরে সেই মামলার দায়িত্ব পেতেই নতুন করে জিতেন্দ্রকে জেরা করতে চায় সিআইডি। তবে বর্তমানে সেই তদন্তে স্থগিতাদেশ মেলায় কিছুটা স্বস্তি পেলেন আসানসোলের প্রাক্তন মেয়র।
আরও পড়ুন- Sujan-Kunal Controversy: ফের তৃণমূল নেতার প্রশ্ন সুজনকে, এবার ১৩ জনের তালিকা প্রকাশ কুণাল ঘোষের