আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) প্রাক্তন ছাত্রনেতা আনিস খান (Anish Khan) হত্যা মামলায় রাজ্য পুলিশের উপরই ভরসা রাখল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। একইসঙ্গে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন, আনিস হত্যার তদন্ত আপাতত রাজ্য পুলিশই করবে। তদন্তে কেউ বাধা না দিলে রাজ্যের পুলিশ পৃথিবীর কারও থেকে কম নয়। এখনই সঠিক সময়, এ বার পুলিশ এটা প্রমাণ করুক।
আরও পড়ুন: Panihati Murder: পানিহাটির কাউন্সিলর খুনের তদন্তে সাফল্য পুলিশের, রাতারাতি গ্রেফতার মূল অভিযুক্ত
আরও এক মাস সময় দেওয়া হবে। তার মধ্যে তদন্ত শেষ করতে হবে। আর পুলিশ যদি তাতেও ব্যর্থ হয়, তখন আদালত পরবর্তী পদক্ষেপ করবে।
বিচারপতির নির্দেশ, এই মামলায় খুব গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে তদন্তের সময়সীমা আর কোনও ভাবেই বাড়ানো হবে না। এই মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল। বিচারপতির মান্থার নির্দেশ, এক সপ্তাহের মধ্যে ফরেন্সিক রিপোর্ট জমা দিতে হবে।