'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবিমুক্তির উপর স্থগিতাদেশ জারি করল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়েছে। সনোজকুমার মিশ্র পরিচালিত ওই সিনেমাটি আগামী ৩০ অগাস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি এই ছবির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজীবকুমার ঝা। তাঁর বক্তব্য ছিল, এই সিনেমাতে কিছু সাম্প্রদায়িক দৃশ্য রয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে।
মামলাকারীর এই বক্তব্যের ভিত্তিতে প্রধান বিচারপতি জানতে চান, তিনি সিনেমাটি দেখেছেন কি না। মামলাকারী জানিয়েছেন, তিনি সিনেমাটি দেখেননি। এর ভিত্তিতে হাইকোর্ট পর্যবেক্ষন করে জানায়, এ ভাবে কোনও ছবির মুক্তি আটকানো যায় না। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলে ছবি মুক্তি পাবে।
ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই ট্রেলার দেখে অভিযোগও জমা পড়েছিল কলকাতা পুলিশের কাছে। ৩০ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রেক্ষাগৃহে।
উল্লেখ্য, নিখোঁজ হয়েছিলেন দ্যা ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গলের পরিচালক সনোজ মিশ্র। পরিবারের অভিযোগ ছিল, কলকাতা আসার পথেই নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। এমনকি ষড়যন্ত্রের তত্ত্বও খাড়া করা হয়েছে এই ইস্যুতে।
জানা গিয়েছে, সম্প্রতি একটি সিনেমা তৈরি করেছেন সনোজ মিশ্র। বাংলায় ঘটে যাওয়া একাধিক ঘটনা ওই সিনেমায় তুলে ধরেছিলেন। যা তুমুল বিতর্ক তৈরি করেছিল। পরিচালকের অভিযোগ ছিল, তাঁকে বেশ কয়েকবার হুমকিও পেয়েছিলেন।
একটি বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাৎকারে সনোজ মিশ্রর স্ত্রী দ্বিতী মিশ্র জানিয়েছেন, গত ১৪ অগাস্ট বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কলকাতার বিমান ধরার কথা ছিল। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরেই সুইচ অফ হয়ে যায় সনোজ মিশ্রর ফোন।
যদিও প্রায় আট দিন পর বারাণসীর অসি ঘাটে পাওয়া যায় তাঁকে। জানা যায়, ছবি মুক্তির পর তাঁর নামে মামলা হয়। কলকাতা পুলিশ তাঁকে তলব করে। কিন্তু পুলিশের কাছে ধরা না দিয়ে, নিজের ফোন ভেঙে দিয়ে বারাণসী চলে যান।