কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব। আগামী ২ দিনের মধ্যে এ বিষয়ে রাজ্যকে সমস্ত তথ্য দিতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এছাড়া কেস ডায়েরিও আদালতে জমার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আগামী শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আবার এই মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য, নিশীথের কনভয়ে হামলা নিয়ে জনস্বার্থ মামলাটি করেছেন শুভেন্দু অধিকারী।
শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। দুই দলই একে অপরের বিরুদ্ধে বোমাবাজি, গুলি চালানো, তির ছোড়ার অভিযোগ করেছে। তবে বিজেপির অভিযোগ, ঘটনার পরই বেছে বেছে বিজেপি কর্মীদের আটক করা হয়।
আরও পড়ুন- India Vs Australia : ঘূর্ণির ফাঁদে ভারতই, ইনদৌরে প্রথম দিনেই অজি স্পিনারদের দাপট