SSC নিয়োগ দুর্নীতি মামলার রায় কবে ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট ? অবশেষে তার দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট । আদালত জানিয়েছে, সোমবার সকাল ১০টায় ২৪ হাজারেরও বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে । এসএসসি-র সব মামলারই চূড়ান্ত রায়দান ঘোষণা । ২৪ হাজারের বেশি চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কী, তা জানা যাবে সোমবারই
আগে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ৫ হাজার চাকরি বাতিল করে এসএসসি । চাকরি হারিয়ে অনেকেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন । সুপ্রিম কোর্ট তাঁদের সাময়িক রক্ষাকবচ দেয় । ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ফেরত পাঠানো হয় । ছয় মাসের মধ্যে মামলার রায়দানের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত
বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতির সব মামলার শুনানি চলে প্রায় তিন মাস । মার্চের ২০ তারিখ ছিল শেষ শুনানি । এবার রায় ঘোষণা করবে আদালত ।