আগামী চার সপ্তাহের জন্য কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে এফআইআর-এর উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। পুলিশ এই চার সপ্তাহের মধ্যে কৌস্তুভের বিরুদ্ধে নতুন করে কোনও পদক্ষেপ করতে পারবে না বলে বলেই জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
বুধবার এই মামলা এজলাসে ওঠার পর বিচারপতি ঘটনার দিন কংগ্রেস নেতাকে মাঝরাতে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। এরপরেই স্থগিতাদেশ জারি করেন বিচারপতি। এমনকি সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনার রিপোর্ট আদালতে পেশ করার জন্যও কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন বিচারপতি।
আরও পড়ুন - মমতার আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন ব্যক্তি আক্রমণের অভিযোগে ৩ মার্চ গভীর রাতে কৌস্তুভের ব্যারাকপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার পুলিশ। তাঁর বিরুদ্ধে একের পর এক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়।