হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে সেক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন সর্বাধিক ২০০ জনকে নিয়ে ওই মিছিল করতে পারবে।
কী নিয়ে আপত্তি উঠেছিল?
হাওড়ার রামনবমীর মিছিলের রুট নিয়ে আপত্তি তুলেছিল পুলিশ। তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল অঞ্জনি পুত্র সেনা সহ আরও একটি সংগঠন। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।
এদিন দুপক্ষের শুনানি শেষে বিচারপতির পর্যবেক্ষণ, ২০০ জনকে নিয়ে মিছিল করতে পারবে উদ্যোক্তারা। এবং তার বেশি লোক হলে তার দায় নিতে হবে সংগঠনের পাঁচ সদস্যকে। এবং সেই পাঁচজনের নাম আগে থেকেই পুলিশেকে জানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী চাওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।
বিচারপতি জানিয়েছেন, ওই মিছিলে কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না। এমনকি DJ সাউন্ড সিস্টেম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও উস্কানিমূলক মন্তব্যও করা যাবে না।