অসমের দুই জাল নোট পাচারকারীকে হাতেনাতে ধরল কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স৷ সোমবার মেয়ো রোড থেকে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে পুলিশ পাকড়াও করে বলে খবর। আব্দুল রেজ্জাক খান ও সাহার আলি নামের ওই দুই ব্যক্তিদের থেকে উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকার জালনোট এবং ৫০০ টাকার ২,০০০ টি নোট৷ এদিকে ক্রমেই গুয়াহাটিতে বেড়েই চলেছে 'জাল নোটের চক্র'৷
Priyanka Chopra Daughter: এক গাল মিষ্টি হাসি, অবশেষে কন্যা মালতির ছবি প্রকাশ্যে আনলেন নিক-প্রিয়াঙ্কা
ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৩০ তারিখ সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ। তাদের আদালতে তোলা হবে আগামী ৩১ তারিখ। একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।