ইতিহাসে এই প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোতে টেন্ডারের ডাক। আলপনা দেওয়া, ভোগ তৈরি, ফল তৈরি, প্যান্ডেল করার জন্য টেন্ডারের নোটিশ প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে আবেদন পত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ স্ট্রিট ক্যাম্পাস, বালিগঞ্জ সায়েন্স কলেজ, টেকনোলজি ক্যাম্পাস সল্টলেক, আলিপুর ক্যাম্পাস, হাজরা ল’ কলেজ ক্যাম্পাসে টেন্ডারের মাধ্যমেই হবে সরস্বতী পুজোর আয়োজন।
Justice Rajasekhar Mantha: বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভ, সাসপেন্ড ৯ আইনজীবী
২৬ তারিখ সরস্বতী পুজো , তার আগে ২৪ জানুয়ারি বেলা ২ টোর মধ্যে টেন্ডারে অংশ নিতে জমা দিতে হবে আবেদনপত্র। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই উঠছে নানা বিতর্কিত প্রশ্ন। তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, পুজোতে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।