কলকাতা হাই কোর্টে ভারতীয় বার কাউন্সিলের প্রতিনিধি দল। তার মধ্যেই বিচারপতি রাজাশেখর মান্থাকে নিয়ে কলকাতা হাই কোর্টে হওয়া ঘটনার প্রতিবাদে রাজ্যে কালাদিবস পালন করছে আইনজীবীদের একাংশ । কলকাতা হাইকোর্টেও কালাদিবস পালনের পোস্টার পড়েছে। গত সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি রাজাশেখর মান্থাকে বয়কটের ডাক দিয়েছিলেন আইনজীবীদের একাংশ। অভিযোগ উঠেছিল, শাসক দলের সমর্থন থাকা আইনজীবীরাই এই বিক্ষোভ দেখিয়েছেন। সেই অভিযোগ খারিজ করা হয়। এমনকী, বিচারপতি মান্থার কাছে এই ঘটনার জন্য ক্ষমাও চায় রাজ্য। অবরোধ উঠলেও, প্রতিবাদ চলছে।
ইতিমধ্যেই হাই কোর্টে আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সবার কাছে অনুরোধ করেছেন। কলকাতা হাই কোর্টে বিক্ষোভের ঘটনা নিয়ে বুধবার শুনানি হতে চলেছে কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চে।
যদিও বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভে তাদের কোনও হাত নেই বলে ইতিমধ্যেই দাবি করেছে আদালতে তৃণমূল সমর্থিত আইনজীবীরা। তাদের দাবি, এই ঘটনায় তাদের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা বার কাউন্সিলের তরফে বিচারপতিকে আশ্বাস দেওয়া হয়, এই ধরণে ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।