বীরভূম মানেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। ভোট আসতেই তাঁর ব্যস্ততা ছিল তুঙ্গে। রাজনৈতিক ভাবে ঘরোয়া আলোচনায় তৃণমূলের অনেকেই বলতেন, ভোট হোক বা রাজনৈতিক কর্মসূচি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকছুতেই সম্পূর্ণ ভরসা রাখতেন তিনি। কিন্তু পরিস্থিতি বদলেছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। তারপর থেকে তিহার জেলে ঠাঁই তাঁর। তবে আসন্ন লোকসভা নির্বাচনের দেওয়াল লিখনেই উঠে এল অনুব্রত প্রসঙ্গ।
কী লেখা হয়েছে?
বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। শুরু হয়েছে দেওয়াল লিখন। সেখানেই নাম না করে অনুব্রত প্রসঙ্গ টানা হয়েছে বলে মত অনেকের। উল্লেখ করা হয়েছে, তিহার থেকেই খেলা হবে। ঘটনাচক্রে বর্তমানে তিহার জেলেই বন্দি রয়েছে অনুব্রত মণ্ডল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে স্লোগান দিয়েছিলেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। তারপর থেকে একপ্রকার ভাইরাল হয়ে যায় ওই স্লোগান। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় স্লোগানটি। অন্যদিকে একাধিক মন্তব্যের জন্যও খবরের শিরোনামে থাকতেন অনুব্রত মণ্ডল। এবার সেই অনুব্রর প্রসঙ্গ ফের ফিরে এল লোকসভা নির্বাচনের প্রচারে।