একদিকে দরজায় কড়া নাড়ছে দীপাবলি, অন্যদিকে চোখ রাঙাচ্ছে 'সিত্রাং'। ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। রবিবার সকাল থেকেই যার প্রভাবে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। গতিপথে কিছুটা স্বস্তি মিললেও উপকূল অঞ্চলে জারি সতর্কতা৷ দুর্গাপুজোর আনন্দে জল ঢেলেছে, বৃষ্টি এবার কার্যত কালীপুজোও মাটি হতে চলেছে বাঙালির।
অল্প দিনের ছুটি পেলেই বাঙালির পছন্দের ডেস্টিনেশন দীঘা, পুরী দার্জিলিং। কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটার ছোট্ট ছুটিতে অনেকেই আগেভাগে প্ল্যান করে রেখেছিলেন দীঘা-মন্দারমণির। কিন্তু সিত্রাং-এর চোখ রাঙানিতে এবার তাদের বেড়ানোর প্ল্যান কার্যত ভেস্তে যেতে বসেছে।
সিত্রাং-এর আশঙ্কায় উপকূল অঞ্চলে আগেভাগেই হোটেল বুকিং ক্যানসেল করে দিচ্ছেন মালিকরা। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে বাংলাদেশে আছড়ে পড়তে পারে সিত্রাং। আর অমাবস্যার ভরা কোটালে ঘূর্ণিঝড় নিতে পারে ভয়ঙ্কর আকার৷ সমুদ্র স্থান, মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর ইতিমধ্যেই জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ দিঘা, শংকরপুর,মন্দারমনি তাজপুরেও রাতারাতি বাতিল ৯০% হোটেল। স্বাভাবিক ভাবেই সাজানো প্ল্যান চৌপাট হওয়ায় পর্যটকদের মুখ ভার।