ক্যানসারে আক্রান্ত । কেমো চলছে । চিকিৎসার জন্য প্রয়োজন ছিল টাকার । গাড়ি চালিয়ে যে টাকা পেতেন, তাতে সংসার চালিয়ে চিকিৎসার খরচ চালানো সম্ভব হয়ে উঠছিল না । সেকারণে ডাকাতি করতে বাধ্য হন নরেন্দ্রপুরে ঘটনার মূল অভিযুক্ত । পুলিশি তদন্তে উঠে এল এমনই তথ্য । উল্লেখ্য, নরেন্দ্রপুরে এক বৃদ্ধকে হাত ও মুখ বেঁধে ডাকাতির অভিযোগ ওঠে । ওই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত বৃদ্ধের গাড়িচালক স্বর্ণদীপ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ । সেইসঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ।
দিন দু'য়েক আগে মিশনপল্লি এলাকার বাসিন্দা বৃন্দাবন সিংহের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । পুলিশ সূত্রে খবর, বৃন্দাবনের গাড়ি ১০ বছর ধরে চালাতেন মূল অভিযুক্ত স্বর্ণদীপ ভট্টাচার্য । বৃন্দাবনবাবুর সঙ্গে ভাল সম্পর্ক ছিল তাঁর । মাঝে মাঝে আর্থিক সাহায্যও করতেন বৃন্দাবনবাবু । কিন্তু, ক্যানসারের চিকিৎসার জন্য স্বর্ণদীপের সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ । স্বর্ণদীপের আইনজীবীর দাবি, সাহায্য না পেয়ে নির্মাণকাজে বৃন্দাবনের রাখা টাকাই ডাকাতির পরিকল্পনা করেন স্বর্ণদীপ ।
পুলিশ সূত্রে খবর, স্বর্ণদীপ ছাড়াও আরও তিন জন ডাকাতির সঙ্গে অভিযুক্ত বলে খবর । তাঁর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ । সেইসঙ্গে স্বর্ণদীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।