স্বাস্থ্য সাথী কার্ডে ক্যানসারের চিকিৎসার সুবিধা অনেক আগে থেকেই পাওয়া যায়। এবার ক্যানসারের চিকিৎসা নিয়ে নতুন দিশা দেখাচ্ছে জেলা হাসপাতালগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্যের সব জেলা হাসপাতালগুলিতে ক্যানসার ডিটেকশন ইউনিট বা ডিস্ট্রিক্ট অঙ্কোলজি ইউনিট তৈরি হয়েছে। সেখানেই পাওয়া যাবে উন্নত মানের ক্যানসার পরিষেবা।
আসলে রাজ্যের মানুষদের ক্যানসার হলে, কিংবা ক্যান্সারের উপসর্গ দেখা দিলে চিকিৎসার জন্য ছুটে যেতে হয় কলকাতার বড় হাসপাতালে। গ্রামের মানুষদের এই ঝক্কি কমাতেই বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যেই এই নির্দেশিকা মতো উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও তৈরি হয়েছে ক্যানসার ডিটেকশন ইউনিট।
বাংলার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি করেছে স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডে একটা সময় শুধু চিকিৎসা পরিষেবা মিলত। এরপর এই কার্ডের মাধ্যমেই ক্যানসারের চিকিৎসাও করার নির্দেশ দেওয়া হয়। ফলে, কেমোথেরাপির মতো মহার্ঘ চিকিৎসার সুবিধে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মিলছে।
শুধু সরকারি হাসপাতালে না, বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে একসঙ্গে মেডিকেল অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি এবং রেডিয়েশন অঙ্কোলজির ব্যবস্থা থাকলেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ক্যানসারের চিকিৎসা সম্ভব হয়।