পঞ্চায়েত ভোট শেষ। কিন্তু ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এই জেলার বাসন্ততী আরও এক তৃণমূল কংগ্রেস কর্মীর উপরব হামলায় ঘটনায় অভিযুক্ত আরএসপি। দুটি হামলাতেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্যানিংয়ের ঘটনায় প্রাণ হারিয়েছেন নান্টু গাজি। তাঁর কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গাজী পাড়ার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি নান্টু গাজী শুক্রবার বিকালে সাতমুখী বাজারে গিয়েছিলেন। রাত নটার সময় বাড়িতে ফিরছিলেন। অভিযোগ সেই সময় তেঁতুলতলা এলাকায় ১০থেকে ১২ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে।ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কোপায়।পাশাপাশি সাহিনা গাজী নামে এক মহিলাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ।
রাতের অন্ধকারের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো আরএসপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী সামিম সরদার। তাঁর বাম হাতের বাহুতে গুলি লেগেছে।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত গরাণবোস এলাকায়।