অন্য মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন স্বামী। তা কোনভাবেই মানতে পারিনি স্ত্রী। প্রতিবাদ করতেন। সংসারে লেগে থাকতে অশান্তি। এর মধ্যেই স্বামীর প্রেমিকার বিয়ে হয়ে যায় অন্যত্র। পরিবারের অভিযোগ, এই ঘটনার জেরেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ক্যানিং থানার ধর্মতলা গ্রামের বাসিন্দা রবিউল শেখের সঙ্গে বিয়ে হয় উম্মে হানির। তাঁদের দু'টি সন্তান রয়েছে। বিয়ে প্রায় আট বছর পর অন্য মহিলার প্রেমে পড়ে রবিউল। পরিবারের দাবি, এই নিয়ে সংসারে রোজই অশান্তি চলত। সম্প্রতি রবিউলের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। অশান্তি আরও বেড়ে যায়।
যার জেরেই স্ত্রী উম্মে হানিকে(২৫) শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। ঘটনার খবর পেয়ে দেহটি উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ মৃত উম্মে হানির স্বামীকে গ্রেফতার করেছে। দেহটির ময়নতদন্তে পাঠানো হয়েছে।
মৃতার মা অভিযোগ করেছেন, রবিউল অন্য সম্পর্কে জড়িয়েছিল। যার প্রতিবাদ করতেন উম্মে হানি। দু'জনের মধ্যে অশান্তি হত। সেই অশান্তির কারণে তাঁর মেয়েকে খুন করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তিনি।