দিঘার সমুদ্র ঘাটে নরম সবুজ শ্যাওলায় ছয়লাপ। অন্যমনস্ক থাকলেই যেকোনও সময়ে আপনি পা পিছলে খেতে পারেন আছাড়। বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দিঘার সমুদ্রতটে পাথরের উপর যেন শ্যাওলার সবুজ কার্পেট, সমুদ্রের সৌন্দর্যে হারিয়ে গিয়ে ওই শ্যাওলার চাদরে পা দিলেই আছাড় খেয়ে পড়তে হবে। এবং সোজা জলের তোড়ে ভেসেও যেতে পারেন। এর জন্য সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Road accident in Bihar: ভোররাতে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ৯
দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ এই শ্যাওলা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন, একবার এই শ্যাওলার উপর পা দিয়েই পড়ে গিয়েছিলেন মদন মিত্র, সেই ভিডিও সর্বত্র ভাইরাল হয়েছিল। এই শ্যাওলায় লোকানো ঝিনুকে পা-ও কাটতে পারে। তাই বারংবার সাবধানও করা হচ্ছে প্রশাসনের তরফে।