শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে একাধিক এফআইআরের (FIR) মামলায় বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (Calcutta High Court) । এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন মামলাকারীর আইনজীবী । আদালতের তরফে মামলা দায়েরের অনুমতি মিলেছে ।
তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু । ৮ ডিসেম্বর শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ । তিনি জানান, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না । এবার এই মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হল ।
আরও পড়ুন, Partha Chatterjee: 'কেউ তৃণমূলের ক্ষতি করতে পারবে না', ডিসেম্বরে কী হবে প্রশ্নের উত্তরে জবাব পার্থর
মামলাকারীর আইনজীবী আবু সোহেলের দাবি, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি অন্যতম পক্ষ। তাঁর বক্তব্য না শুনেই রায় দিয়েছে সিঙ্গেল বেঞ্চ।