বিচারপতি রাজাশেখর মান্থার পাড়ায় কারা পোস্টার ফেলেছিল জানতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের। পোস্টার কারা ফেলেছেন, কোথা থেকে ছাপানো হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর জানতে আগেই মামলা করার দাবি করেছিলেন আইনজীবীদের একাংশ। অবশেষে সোমবার সেই মামলা দায়ের হয়েছিল। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই হতে পারে মামলার শুনানি।
গত সোমবার, কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীদের একাংশ। হাই কোর্ট চত্বরে বিচারপতির নামে ফেলা কিছু পোস্টারও প্রকাশ্যে আসে। তাতে লাল রঙের কাগজে বিচারপতির মুখের ছবি দিয়ে পাশে লেখা ছিল, ‘ইনি বিচারের নামে কলঙ্ক।’ এমনকি বড় বড় অক্ষরে বিচারপতির মুখের উপর লেখা ছিল ‘লজ্জা’। একই পোস্টারে ছেয়ে যায় বিচারপতি মান্থার নিজের পাড়া যোধপুর পার্ক এলাকাও। এ ব্যাপারে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী শামিম আহমেদ। সোমবার তাঁর আবেদনের ভিত্তিতেই মামলা দায়ের হল হাই কোর্টে।
Raj-Subhashree-Yuvaan: বাবার কোলে চড়েই শুটিং ফ্লোরে ইউভান, মন দিয়ে দেখল মায়ের অভিনয়