গাড়ির জানলা দিয়ে কান বেরিয়ে ছিল। কর্তব্যরত পুলিশ কর্তাদের সন্দেহ হয়, গাড়িতে গরুপাচার চলছে। পুলিশ ভ্যান নিয়েই ইনোভা গাড়িকে তাড়া করে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন গাড়িচালক। মারাত্মক জখম হন তিনি। দুর্ঘটনায় মৃত্যু হয় এক গরুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর মোড়ে। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ৩টি গরু ছিল।
গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। না দাঁড়াতেই তাড়া করে পুলিশ। রক্তাক্ত অবস্থায় গাড়িচালককে উদ্ধার করা হয়। তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা আরও দুজন পলাতক। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।