লোকসভা ভোটে রাজ্যে কেন ভাল ফল হয়নি দলের ? এবার তা খতিয়ে দেখতে সাংগঠিনক স্তরে পাঁচ ভাগে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি । শনিবার কোর কমিটির বৈঠকে হারের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গোটা প্রক্রিয়াটি বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নজরদারিতে পরিচালনা করা হবে ।
শনিবার বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনশল ও তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, অমিত মালবীয় এবং আশা লাকড়া । এছাড়া ছিলেন সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষরা । শুভেন্দু এই বৈঠকে ছিলেন না । যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । বিজেপি সূত্রে খবর, হারের কারণ খুঁজতে যে পাঁচ ভাগের সমীক্ষার কথা বলা হয়েছে তার অর্থ হল হল বিজেপির পাঁচটি সাংগঠনিক জোনে আলাদা আলাদভাবে সমীক্ষা করা । এই পাঁচটি জোন হল উত্তরবঙ্গ, নবদ্বীপ, রাঢ়বঙ্গ, কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর । কীভাবে সমীক্ষা করা হবে ? প্রত্যেক জোনে সংশিষ্ট লোকসভা কেন্দ্রের প্রার্থী ও জেলা সভাপতিদের নিয়ে আলাদা আলাদা বৈঠক হবে । সেখানেই হারের কারণ পর্যালোচনা করা হবে বলে খবর ।
কোর কমিটির বৈঠকে উপনির্বাচন নিয়েও আলোচনা হয় । বিজেপি সূত্রে খবর, ৪টি কেন্দ্রের প্রত্যেক কেন্দ্র থেকে তিন জনের নাম ঠিক করা হয়েছে। মোট ১২ জন প্রার্থীর তালিকা দিল্লিতে পাঠানো হবে । সেখান থেকেই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে বলে খবর । এছাড়া ভোট পরবর্তী হিংসা নিয়েও আলোচনা হয় বৈঠকে ।