বগটুই কাণ্ডে হিংসায় প্ররোচনা দিয়েছিলেন তৃণমূল নেতা আনারুল হোসেন (Anarul Hossain)। আদালতে জমা দেওয়া চার্জশিটে এই অভিযোগ তুলেছে সিবিআই (CBI)। গত সোমবার বগটুই কাণ্ডে (Bogtui Violence) রামপুরহাট আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে তৃণমূল নেতা আনারুল হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
১০৯ ধারায় আনারুল হোসেনের নামে অভিযোগ এনেছেন সিবিআই আধিকারিকরা। অর্থাৎ অপরাধে সাহায্য ও প্ররোচনা দেওয়ার অভিযোগ। সিবিআই কর্তাদের দাবি, ভাদু শেখকে খুন করার পর রাতে বগটুইয়ের একাধিক বাড়িতে আগুন লাগানো হয়। সেই সময় গ্রামবাসীদের কেউ আনারুলকে ফোন করে বিষয়টি জানান। পুলিশে খবর দেওয়ার অনুরোধও করেন। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আনারুল। তদন্তকারী অফিসাররা মনে করছেন, চাইলে ঠিক সময় পুলিশকে খবর দিতে পারত আনারুল। তাহলে বগটুইয়ের মতো ঘটনা ঘটত না।
আরও পড়ুন: প্রায় গান পয়েন্টে গান শুনিয়েছেন রোদ্দুর, প্রেসিডেন্সি জেলে তাই বিশেষ ব্যবস্থা কর্তৃপক্ষের
গত ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পর একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। দগ্ধ হয়ে মৃত্যু হয় ১০ জনের। এরপরই ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাই কোর্ট। তদন্তভার দেওয়ার ৯০ দিনের মাথায়, গত সোমবার ভাদু শেখ হত্যা ও বগটুইয়ে হিংসার ঘটনা নিয়ে চার্জশিট জমা দেয় সিবিআই।