পার্থ চ্যাটার্জিকে (Patha Chatterjee) ফের তলব করল সিবিআই (CBI)। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam case) অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। বুধবার সন্ধ্যায় তাঁকে প্রথমবার নিজাম প্যালেসে ডেকে জেরা করে সিবিআই। শুক্রবার ফের তদন্তের স্বার্থে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ পার্থ চ্যাটার্জীকে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেদিনই সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। যদিও সেদিন ডিভিশন বেঞ্চ পার্থর আবেদন গ্রহণ করেনি। ফলে বুধবার সন্ধ্যায় নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-এর জেরার মুখোমুখি হতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন পার্থ।