অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে কুন্তল ঘোষ যে চিঠি লিখেছেন, সেই সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে । বিচারপতি জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে লেখা ওই চিঠি নিয়ে অভিষেক এবং কুন্তলকে প্রয়োজনে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে পারবে ইডি এবং সিবিআই । তাঁরা চাইলে জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডও করতে পারবে । ২৮ এপ্রিল এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে ইডি এবং সিবিআই ।
কুন্তল ঘোষ বারবার অভিযোগ জানিয়েছেন,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চেষ্টা করছে তদন্তকারী সংস্থা । এই অভিযোগ লিখিত আকারেও জমা দেন হেস্টিংস থানায় । কুন্তলের এই অভিযোগের আগেই শহিদ মিনারের সভা থেকে অভিষেককে বলতে শোনা গিয়েছিল সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের বক্তব্য, অভিষেকের মন্তব্যের সঙ্গে কুন্তলের চিঠির কোথায় সাযুজ্য রয়েছে, তা খতিয়ে খতিয়ে দেখতে হবে ।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া রাজ্যের কোনও থানা নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এবং ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে না। পরবর্তী নির্দেশ ছাড়া হেস্টিংস থানাও কোনও পদক্ষেপ করতে পারবে না ।