পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে গিয়ে তদন্ত করবে সিবিআই এবং ইডি৷ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট ডিজিটাইজড করার সিদ্ধান্ত কে নিয়েছেন? কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? কোন প্রক্রিয়ায় ওএমআর শিট ডিজিটাইজড করা হয়েছিল, তাও দেখতে হবে৷ বিচারপতির নির্দেশ, তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আগামী ১০ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে।
Anamika Roy: দীর্ঘ আইনি লড়াইয়ে ইতি, ববিতার জায়গায় চাকরিতে যোগ দিলেন অনামিকা
অন্য একটি তদন্তের অগ্রগতি নিয়েও জানতে চেয়েছেন বিচারপতি। ২০২০ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পর ২০২১ সালে একটি মেধাতালিকা প্রকাশ করে পর্ষদ। কিন্তু মেধাতালিকা প্রকাশের কিছু সময় পরেই সেটি তুলে নেওয়া হয়। পর্ষদের তরফে দাবি করা হয়, ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। এই নিয়ে থানায় অভিযোগও জানায় পর্ষদ। ওই অভিযোগের প্রেক্ষিতে চলা তদন্তের অগ্রগতি কী, রাজ্যের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন বিচারপতি।