হাঁসখালির নাবালিকা গণধর্ষণের (Hanskhali Rape Case) ঘটনায় সিবিআইয়ের (CBI) দুটি দল তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকে ফের দুটি দলে ভাগ হয়ে তদন্তে নামেন গোয়েন্দারা। শুক্রবার অভিযুক্ত যুবকের বাড়ির পিছন থেকে একটি মোবাইল ফোন (Mobile Phone) উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। অন্যদিকে মেয়েটির বাড়ি থেকে কিছু নমুনা সংগ্রহ (Sample Collect) করেছে সিবিআই।
এদিকে বৃহস্পতিবার হাঁসখালিতে কেন্দ্রীয় ফরেনসিক টিম (Central Forensic Team) এসেছিল। অভিযুক্তের বাড়ির মেঝে থেকে বীর্যের দাগ পাওয়া গিয়েছে বলে খবর। ধৃতের DNA পরীক্ষায় সেই নমূনা সঙ্গে মেলে কিনা, তা দেখা হবে। বেশ কিছু হাতের ছাপও সংগ্রহ করেছে ফরেনসিক দল। ওদিকে সিবিআই ও ফরেনসিকের আরও একটি দল নির্যাতিতার বাড়িতে যান। সেখানে তার ব্যবহার করা কিছু জিনিসপত্র সিবিআই নিয়েছে। তোশকে যে রক্ত লেগে ছিল, সেখান থেকেও নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। একটি মশারি, সাইকেল, ব্যবহৃত ওড়না ও ব্যবহার করা কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছে ফরেনসিক দল।
আরও পড়ুন: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ শান্তিনিকেতনে, অভিযুক্ত পাঁচ
নির্যাতিতার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর পর হাঁসখালির যে শ্মশানে তাকে দাহ করা হয়, সেই শ্মশানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। এদিন বিজেপির একটি ফ্যাক্টফাইন্ডিং দল সেখানে যায়। পুলিশের পক্ষ থেকে সেখানে বোর্ড ঝোলানো হয়েছে। তদন্তের স্বার্থে শ্মশানে প্রবেশ নিষিদ্ধ। এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।