বর্ধমানের সানমার্গ চিটফান্ড মামলায় আরও একজনকে গ্রেফতার সিবিআইয়ের। ধৃতের নাম সঞ্জয় সিং। তাঁকে সিজিও কমপ্লেক্সে টানা ১০ ঘণ্টা জেরা করা হয়। বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়ায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। এর আগে হালিশহরের পুর প্রশাসক রাজু সাহানিকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ধৃত সঞ্জয় সিং একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত। বুধবারই তাঁকে আদালতে তোলা হবে।
এর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সঞ্জয়। অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনের সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ভোটের বিনিময়ে মোট অঙ্কের টাকা দিতে চান সঞ্জয়। পুলিশের কাছে তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীর হয়ে এই কাজ করেছিলেন সঞ্জয়। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। কয়েকদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হন তিনি। এবার তাঁকে চিটফান্ড মামলায় গ্রেফতার করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি ধৃত রাজু সাহানির ঘনিষ্ঠ সঞ্জয়।
সানমার্গ চিটফান্ড কাণ্ডে হালিশহরের পুরপ্রশাসক রাজু সাহানিকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে জেরা করেই একাধিক তথ্য পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট মামলায় তল্লাশি হয়েছে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতেও যায় সিবিআই। সুবোধের ভাই কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও যান তদন্তকারী আধিকারিকরা।