ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের(CBI) হাতে গ্রেফতার ৩। পশ্চিম মেদিনীপুরের(West Midnapore) সবং থেকে গ্রেফতার করা হয় ওই তিনজনকে। ধৃতদের বিরুদ্ধে বিজেপি(BJP) কর্মী বিশ্বজিৎ মহেশকে খুনের অভিযোগ রয়েছে। ধৃত শিবাজী মহেশ, বিমান মহেশ, শুভজিৎ মহেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মৃতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিষয় থেকে মোড় ঘোরাতে তাঁদের দিয়ে জমি বিবাদের জেরে খুন বলে চালানোর চেষ্টা করা হয়। জোর করে তাঁদের দিয়ে অভিযোগ লেখানোর অভিযোগ মৃতের পরিবারের। কে বা কারা জোর করেই বয়ান লিখিয়েছিল সে বিষয়টিও সিবিআই(CBI) তদন্ত করে দেখবে।
আর পড়ুন- BJP Candidate List: খড়্গপুরের পুরভোটে বড় চমক বিজেপির, প্রার্থী হলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়
সিবিআই সূত্রে খবর, গতবছর ৫ মে বিজেপি কর্মী বিশ্বজিৎ মহেশকে কুপিয়ে খুন করা হয়। প্রথমিক তদন্তে উঠে আসা ৮-১০ জন অভিযুক্তের মধ্যে ছিল এই তিনজন। বাকি অভিযুক্তদের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে সিবিআই(CBI)।