কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) সিবিআইয়ের (CBI) জালে ইসিএলের ৭ কর্তা। গ্রেফতার করা হয়েছে সংস্থার বর্তমান ও প্রাক্তন সহ মোট চার জেনারেল ম্যানেজারকে। এছাড়া গ্রেফতার হয়েছেন ইসিএলের (ECL) এক ম্যানেজার ও নিরাপত্তা বিভাগের দুই কর্মী ।
সিবিআই সূত্রে খবর, এই ৭ জনকে নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই আধিকারিকরা। জেরায় তাঁদের জবাবে অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন কোল ইন্ডিয়ার বর্তমান জিএম এসসি মৈত্র, প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস, ইসিএলের বর্তমান ম্যানেজার মুকেশ কুমার এবং সংস্থার নিরাপত্তা বিভাগের কর্মী দেবাশিস মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহারা।
আরও পড়ুন: রাজ্যে দূষণে প্রথম দশে নেই কলকাতা, শীর্ষে বাঁকুড়া
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে। আদালতে তুলে কয়লাপাচার কাণ্ডে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই।