রামপুরহাট কাণ্ডে (Rampurhat Violence) মুম্বই থেকে চারজনকে গ্রেফতার করলেন সিবিআই কর্তারা (CBI Officers)। সূত্রের খবর, মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ সহ আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা। মোবাইল ফোনের (Mobile Tower Location) সূত্র ধরে তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ট্রানজিট রিমান্ডে (Transit Remand) তাঁদের বাংলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআই শুক্রবার সকালেই তাদের রামপুরহাটে আনার চেষ্টা করছে।
বগটুইয়ের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের হচ্যার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গ্রাম। পরপর সাতটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন অভিযুক্ত লালন শেখের সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে তাণ্ডব চালায় ধৃত বাপ্পা ও সাবু। ঘটনার পরই গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় তারা। সিবিআইয়ের কাছে গোপন সূত্রে খবর আসে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন গ্রাম ছেড়ে মুম্বইয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখানেই গা ঢাকা দিয়ে আছে। বৃহস্পতিবার সেই খবর অনুযায়ী, মুম্বইয়ে তল্লাশি শুরু করে সিবিআইয়ের ছটি দল। মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে তাঁদের দুপুর নাগাদ গ্রেফতার করে সিবিআই।
আরও পড়ুন: এখনও অসুস্থ অনুব্রত মণ্ডল, খোঁজ নিতে এসএসকেএমে সিবিআই আধিকারিক
সিবিআই সূত্রে খবর, বগটুই কান্ডে এফআইআরে নাম আছে বাপ্পা শেখ ও সাবু শেখের। আরও দুই গ্রামবাসী তাদের সঙ্গে সেদিন গ্রামে তাণ্ডব চালিয়েছিল বলে ধারণা সিবিআই কর্তাদের। তদন্তের স্বার্থে দুই গ্রামবাসীর নাম প্রকাশ্যে আনেননি সিবিআই কর্তারা। গ্রামের বেশ কয়েকজন যুবক মুম্বইয়ে শ্রমিকের কাজ করেন। তদন্তকারীরা জানতে পারেন, মুম্বইয়ে গা ঢাকা দিতে পারে অভিযুক্তরা। তারপরই মোবাইল টাওয়ার দেখে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।