Rampurhat Arrest: রামপুরহাট কাণ্ডে মুম্বই থেকে চার অভিযুক্তকে গ্রেফতার সিবিআই কর্তাদের

Updated : Apr 07, 2022 20:02
|
Editorji News Desk

রামপুরহাট কাণ্ডে (Rampurhat Violence) মুম্বই থেকে চারজনকে গ্রেফতার করলেন সিবিআই কর্তারা (CBI Officers)। সূত্রের খবর, মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ সহ আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা। মোবাইল ফোনের (Mobile Tower Location) সূত্র ধরে তাঁদের গ্রেফতার করা হয় বলে সিবিআই সূত্রে খবর। ট্রানজিট রিমান্ডে (Transit Remand) তাঁদের বাংলায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআই শুক্রবার সকালেই তাদের রামপুরহাটে আনার চেষ্টা করছে।

বগটুইয়ের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের হচ্যার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গ্রাম। পরপর সাতটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন অভিযুক্ত লালন শেখের সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে তাণ্ডব চালায় ধৃত বাপ্পা ও সাবু। ঘটনার পরই গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় তারা। সিবিআইয়ের কাছে গোপন সূত্রে খবর আসে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন গ্রাম ছেড়ে মুম্বইয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখানেই গা ঢাকা দিয়ে আছে। বৃহস্পতিবার সেই খবর অনুযায়ী, মুম্বইয়ে তল্লাশি শুরু করে সিবিআইয়ের ছটি দল। মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে তাঁদের দুপুর নাগাদ গ্রেফতার করে সিবিআই।

আরও পড়ুন: এখনও অসুস্থ অনুব্রত মণ্ডল, খোঁজ নিতে এসএসকেএমে সিবিআই আধিকারিক

সিবিআই সূত্রে খবর, বগটুই কান্ডে এফআইআরে নাম আছে বাপ্পা শেখ ও সাবু শেখের। আরও দুই গ্রামবাসী তাদের সঙ্গে সেদিন গ্রামে তাণ্ডব চালিয়েছিল বলে ধারণা সিবিআই কর্তাদের। তদন্তের স্বার্থে দুই গ্রামবাসীর নাম প্রকাশ্যে আনেননি সিবিআই কর্তারা। গ্রামের বেশ কয়েকজন যুবক মুম্বইয়ে শ্রমিকের কাজ করেন। তদন্তকারীরা জানতে পারেন, মুম্বইয়ে গা ঢাকা দিতে পারে অভিযুক্তরা। তারপরই মোবাইল টাওয়ার দেখে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

rampurhat violenceWest BengalRampurhatCBI

Recommended For You

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু

editorji | লোকাল

Howrah Police : রাতে মধ্য হাওড়ায় গাড়ির মধ্যে গুলি, গুলিবিদ্ধ পুলিশ অফিসার, আটক এক মহিলা