হাঁসখালির নাবালিকা গণধর্ষণ ও হত্যাকাণ্ডে (Hanskhali Rape Case) নতুন করে ৩ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা ৩ জনের সঙ্গে ঘটনার যোগসূত্র পান। রবিবার সেই ৩ জনকে গ্রেফতার করে সিবিআই।
কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ পাওয়ার পর সিবিআই প্রথমে একজনকে গ্রেফতার করে। তার আগে রাজ্য পুলিশের কাছ থেকে ২ জনকে নিজেদের হেফাজতে নেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: ব্যবসায়ীক প্রতিযোগিতার জেরেই হরিদেবপুরে অটোতে রাখা হয় বোমা-অস্ত্র, দাবি পুলিশের
গত ৪ এপ্রিল জন্মদিনের পার্টিতে ডেকে হাঁসখালির ক্লাস নাইনের ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে। পরিবারের অভিযোগ, খুনের পর ভয় দেখিয়ে নির্যাতিতার মৃতদেহ শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। এরপরই হাইকোর্টের নির্দেশে এই মামলার দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা মোতায়েন করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।