এসএসসির (SSC Scam) দুর্নীতি মামলায় এবার মামলাকারী ববিতা সরকারের (Babita Sarkar) কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র চাইল সিবিআই (CBI)। সিবিআই-এর তরফে তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে নথি চাওয়া হয়েছে।
শিলিগুড়ির বাসিন্দা ববিতার দায়ের করা মামলার জন্যই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত করছে। এবার তারা ববিতার কাছ থেকে নথি চেয়ে পাঠাল। ববিতা সংবাদমাধ্যমকে জানিয়েছে, সিবিআই-এর তরফে তাঁকে ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে চিঠি পাঠানো হবে। নথি নিয়ে ববিতাকে কলকাতায় সিবিআই দফতরে দেখা করতে বলা হয়েছে। তবে কবে দেখা করতে হবে সেই সংক্রান্ত দিনক্ষণ সিবিআই-এর তরফে এখনও জানানো হয়নি।
ED investigation SSC scam: এসএসসি নিয়োগে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে ইডি
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা দায়ের করার পর ববিতা শিলিগুড়ি থেকে নিয়মিত কলকাতায় গিয়ে হাই কোর্টে হাজিরা দিয়েছেন। মামলায় আদালত যে রায় দিয়েছে তাতে তিনি খুশিও। উল্লেখ্য, ববিতার মামলার জন্যই এসএসসি কেলেঙ্কারি বড়মাপের দুর্নীতি সামনে এসেছে। এনিয়ে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই পরেশ অধিকারী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এবং এসএসসির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।