তদন্তের স্বার্থে সিবিআই (CBI) সোমবার এসএসসি (SSC) ভবন আচার্য সদন-এর সার্ভার রুম সহ বেশ কিছু তালা দিয়েছে। এছাড়া সার্ভার রুম সহ একাধিক ঘরের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করেছে তদন্তকারী সংস্থা। আদালতের (Kolkata High Court) নির্দেশে এই পদক্ষেপ।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তথ্য নষ্ট করা হতে পারে এই আশঙ্কা করে মামলাকারীরা ১৮ মে আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই আবেদন শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ১৯ মে-র মধ্যে এসএসসি-র সচিবকে আদালতে আচার্য সদনের সিসিটিভি ফুটেজ আদালতে জমা দিতে হবে এবং অফিসে সেখানকার সমস্ত কর্মী ও আধিকারিকদের নিষিদ্ধ করতে সিআরপিএফ অফিসটি ঘিরে রাখবে।
CRPF at SSC Bhawan: গভীর রাত থেকেই এসএসসি দফতরের পাহারায় সিআরপিএফ, দুপুরে হাই কোর্টে শুনানি
তবে পরবর্তীতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন নির্দেশ দেন যে, এসএসসির চেয়ারম্যান এবং চেয়ারম্যানের উপদেষ্টা, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিট্যান্ট সেক্রেটারি আচার্য সদনে ঢুকতে পারবেন।