নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে পূর্ত দফতরের বেআইনি নিয়োগেও যোগ। এমনই দাবি সিবিআইয়ের। অভিযোগ, পূর্ত দফতরের চুক্তিভিত্তিক চাকরি নিয়ে দুর্নীতিতে জীবনকৃষ্ণের হাত রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীকে নিয়োগে সাহায্য করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে টাকার লেনদেন হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
বুধবারই জীবনের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। তার জেরেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।
রাজ্য সরকারের পূর্ত দফতরে বেশ কিছু চুক্তিভিত্তিক চাকরিতে জীবনকৃষ্ণ সাহার যোগ পাওয়া যায়। তবে টাকার বিনিময়ে তিনি ওই নিয়োগে সাহায্য করছেন, তা এখনও স্পষ্ট নয়।