বগটুইকাণ্ডে(Bagtui Genocide) জড়িত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। সোমবার আদালতে হলফনামা পেশ সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার(CBI) এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তদন্তকারীদের দাবি, বগটুইকাণ্ডের রাতে মূল অভিযুক্ত আনারুলের সঙ্গে ফোনে কথা বলেন অনুব্রত(Anubrata Mondal)। ঘটনার দিন ও তার পরের দিন অনুব্রতর সঙ্গে ফোনে কথা হয় আনারুল হকের। ২১ মার্চ রাত ৮:৫০ এবং ২২ মার্চ। এই দু'বার আনারুল ফোন করেন অনুব্রতকে। আদালতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI on Bagtui)।
২০২১ সালের গত বছরের ২১ মার্চ বড়শুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ(Bhadu Shiekh Murder Case) খুন হন। এরপরেই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগানো হয়। এই ঘটনায় জীবন্ত দগ্ধ হয়য়ে মারা যান ১০ জন। তদন্তভার নেওয়ার প্রায় তিন মাসের মধ্যে গত সোমবার ভাদু-খুন মামলা(Bhadu Murder Case) এবং অগ্নিসংযোগের ঘটনায় মুখবন্ধ খামে চার্জশিট পেশ করে সিবিআই। তাতে মূল অভিযুক্ত হিসেবে আনারুলের নাম উঠে আসে। আনারুলের(AnarulAnubrata Connection) বিরুদ্ধে ১০৯ ধারায় অভিযোগ আনেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।
আনারুলের দাবি, তিনি নির্দোষ। জেলে ঢোকার আগে আনারুল(Anarul Haque on Bagtui Murder) জানিয়েছিলেন, সময় এলে তিনি অবার নাম বলবেন। এমনকি, তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ আনারুলের। তাঁর দাবি ছিল, ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি পাঁচ কিলোমিটার দূরে। তাঁকে চক্রান্ত করেই ফাঁসানো হয়েছে।