বসিরহাট আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, নিজের বাড়ির সামনে অনুগামীদের ডেকেছিলেন স্বয়ং শাহজাহান। এবং তাঁর নির্দেশেই ED আধিকারিকদের উপর হামলা চালিয়েছিলেন অনুগামীরা। তদন্তেই এমনই চাঞ্চল্যকর বিষয় CBI জানতে পেরেছে বলে দাবি আইনজীবীর।
গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ED আধিকারিকরা। অভিযোগ, সেসময় তাঁদের উপর হামলা চালানো হয়। সেই ঘটনার পর দীর্ঘদিন নিখোঁজ ছিলেন ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। যদিও রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
ছদিনের CBI হেফাজত শেষ হওয়ায় বৃহস্পতিবার আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে। তাঁর সঙ্গে অন্য দুই অভিযুক্ত সুকমল সর্দার এবং মেহেবুব মোল্লাকেও তোলা হয়েছিল আদালত।