একদিনে জোড়া ধাক্কা। নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ লক্ষ টাকা জরিমানা করার পরে এবার তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই।
ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে চার্জশিট দিলেও, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কোনও চার্জশিট পেশ করেনি সিবিআই। বৃহস্পতিবার এই প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। এদিন কুন্তল ছাড়াও নীলাদ্রি ঘোষ, তাপস মণ্ডলের বিরুদ্ধেও ৩০ পাতার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা করে কলকাতা হাই কোর্ট। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার। পাশাপাশি কুন্তল ঘোষকেও ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে হাই কোর্ট।