পাচারকাণ্ডে এবার গোয়েন্দাদের নজরে বীরভূমের সিউড়ির সমবায় ব্যাঙ্কের(Suri Co-Operative Bank) ১৭৭টি বেনামি অ্যাকাউন্ট। এবার সেই অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখতে বিশেষ দল গঠন সিবিআইয়ের(CBI)। কার নামে, কখন এবং কী উদ্দেশ্যে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়, এই সমস্ত কিছুই তদন্তে উঠে আসবে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা(CBI on Cow Smuggling)। পাশাপাশি, এই অ্যাকাউন্টগুলির মালিকদেরও যাচাই করা হবে বলেও জানায় সিবিআই। কারণ, ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রায় ১১ কোটি টাকার লেনদেন হয় বলেই খবর।
সিবিআই সূত্রে খবর, ওই অ্যাকাউন্টগুলি কালো টাকা সাদা করার কাজে ব্যবহার হত। তবে অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রত মণ্ডল বা শাসকদলের অন্য কোনও নেতার যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখবে সিবিআই(CBI on Anonymous Accounts)। প্রসঙ্গত, ওই সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান নুরুল ইসলাম আবার সিউড়ি-২ ব্লকের তৃণমূল সভাপতি।
আরও পড়ুন- West Bengal Weather Update: মরশুমের শীতলতম দিন, রেকর্ড পারদ পতন তিলোত্তমায়
উল্লেখ্য, বৃহস্পতিবার ওই ১৭৭টি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে সিবিআই(CBI on Cattl Smuggling)। প্রথমে ৫০টি বেনামি অ্যাকাউন্টের খোঁজ পেয়ে সেখানে যান গোয়েন্দারা(CBI)। পরে তদন্ত শেষে জানা যায়, বেনামি অ্যাকাউন্টের সংখ্যা ৫০ থেকে বেড়ে হয়েছে ১৭৭।