অনুব্রত মণ্ডলের পর এবার লটারি কাণ্ডে নাম জড়ালো এনামুল হকের। গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্তের নামে ২০১৭ সালে জেতা ৫০ লক্ষ টাকার লটারির হদিশ পেয়েছে সিবিআই। এই কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখার সময়ই গোয়েন্দাদের নজরে আসে বিষয়টি। এই লটারি কাণ্ডের শিকড় আরও গভীরে বলেই মত সিবিআই আধিকারিকদের। ইতিমধ্যেই এনামূলের আত্মীয় এবং সহকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা শুরু করেছেন তাঁরা। সিবিআই সূত্রে দাবি, এই অ্যাকাউন্টগুলি থেকে লটারির আরও টিকিটের হদিশ মিলতে পারে। সিবিআইয়ের আরেকটি সূত্রের দাবি, এনামূলের স্ত্রীর নামেও নাকি বিপুল অঙ্কের একটি লটারির টিকিট মিলেছে। তবে তদন্তের স্বার্থে এখনই এর বেশি কিছু বলতে রাজি নন তাঁরা।
প্রথম থেকেই সিবিআই দাবি করে আসছিল যে, গরুপাচারের কালো টাকা সাদা করার জন্য বেছে নেওয়া হয় লটারিকে। তাৎপর্যপূর্ণভাবে গরুপাচার মামলায় যাঁদের নাম জড়িয়েছে, তাঁদের নামেই মিলেছে লটারির টিকিট। তবে এই ঘটনা যে একেবারেই কাকতালীয় নয়, তা এদিন স্পষ্ট করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
আরও পড়ুন- Anubrata Mondal: দিল্লি নিয়ে যাওয়া হতে পারে অনুব্রত মণ্ডলকে! প্রোডাকশন ওয়ারেন্ট আনতে রাজধানীতে ইডি
উল্লেখ্য, গরুপাচার মামলার তদন্তে নেমে আপাতত ছয়টি লটারির টিকিটের হদিশ পেয়েছে সিবিআই। আগেও অনুব্রত মণ্ডলের নামে দু’টি এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে তিনটি লটারির হদিশ মিলেছিল বলেই খবর। এবার লটারির ষষ্ঠ টিকিটের হদিশ মিলল খোদ এনামুলের নামে।