প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়া বিধানসভার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ যদিও পরে তাঁর খোঁজ পাওয়া গিয়েছে৷ মানিক দাবি করেছেন, তিনি তদন্তে সব রকম সহযোগিতা করছেন। তাঁর কাছে যখন যা নির্দেশ এসেছে, তিনি পালন করেছেন।
২০১৪ সালের টেট দুর্নীতির মামলায় (TET corruption) মানিককে সরিয়ে দেয় কলকাতা হাই কোর্ট। তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই এবং ইডি। তাঁর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়।
সিবিআই দাবি করেছে,গত এক সপ্তাহ ধরে মানিকের খোঁজ মিলছে না। তাঁর ফোন বন্ধ। কলকাতার ফ্ল্যাট এবং নদীয়ার বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি। সিবিআই-এর আশঙ্কা,বিদেশেও পালিয়ে যেতে পারেন মানিক। তাই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছেও মানিকের ছবি পাঠানো হয়েছে। তাঁর নামে যে মামলাগুলি রয়েছে, তার বিশদ বিবরণ সহ নেটিস পাঠানো হয়েছে।