পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জানা গিয়েছে, তদন্তে নেমে একাধিক পুরসভায় অভিযান চালায় CBI। সেখান থেকে প্রায় ১ হাজার OMR শিটের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর ওই নথি ধরে একটি তালিকা তৈরি করা হচ্ছে। খতিয়ে দেখা হবে, কারা কারা চাকরি পেয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকাও হতে পারে।
পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকে। তাঁর অফিসে অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করে CBI। পাশাপাশি ED ও এই ঘটনার তদন্ত করছে।
সূত্রের খবর তদন্তে উঠে আসে, প্রায় ৬ হাজার বেআইনি নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগের তদন্ত শুরু করে অয়নশীলের নাম উঠে আসে। ঘটনায় তার ছেলে এবং ছেলের বান্ধবীর নামও উঠে আসে।
বরাহনগর, কামারহাটি, হালিশহর, পানিহাটি সহ একাধিক পুরসভা দুর্নীতি হয়েছে বলে সূত্রের দাবি। সেই বিষয়ে অয়ন শীলকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই।