অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যার অ্যাকাউন্টে ২০১৯ সাল থেকেই লটারির টাকা ঢুকছে । এমনকী, সুকন্যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দু'বার । সম্প্রতি, এমনই তথ্য হাতে পেল সিবিআই । সিবিআই জানতে পেরেছে, দু'বারে ৫১ লক্ষ টাকা ঢোকে সুকন্যার অ্যাকাউন্টে । অন্যদিকে, অনুব্রতর অ্যাকাউন্টে ঢুকেছে ১০ লাখ টাকা । বারবার লটারির টাকা কীভাবে জিতলেন কেষ্ট ও সুকন্যা,সেখানে কি গরুপাচার কাণ্ডের সঙ্গে কোনও যোগসাজস রয়েছে ? যা নতুন করে ভাবাচ্ছে সিবিআইকে ।
সিবিআই সূত্রে খবর, ২০১৯ সালে একটি লটারি কেনা হয়েছিল । তার পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা যায় অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে। এরপর আরও দু’দফায় লটারির পুরস্কার জেতেন সুকন্যা মণ্ডল । একবার ২৫ লক্ষ ও আরেকবার ২৬ লক্ষ টাকা যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে । এখন আপাতত, লটারির এই টাকার দিকেই নজর পড়েছে সিবিআইয়ের । প্রশ্ন উঠছে, বারবার লটারির পুরস্কার কীভাবে জিতলেন অনুব্রত ও সুকন্যা ? তাহলে কি লটারি ও গরুপাচার কাণ্ডের মধ্যে কোনও যোগসাজস রয়েছে ? এই নিয়ে খোঁজখবর চালাচ্ছেন তদন্তকারীরা ।
তদন্তকারীরা মনে করছেন, এটা কালো টাকা সাদা করার কৌশল । ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন থেকে তেমনই ইঙ্গিত পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । তাছাড়া, তাঁদের অনুমান, গরু পাচারের টাকা এভাবে ঘুরপথে অনুব্রত-সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে । জানা গিয়েছে, লটারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । এই বিষয়ে জানতে সুকন্যা ও কেষ্টকেও জেরা করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর ।